The news is by your side.

একসঙ্গে পাঁচজন লাগে! শ্রীলেখা

0 110

 

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। লুকোচুরি পছন্দ করেন না। অন্যায় দেখলেও প্রতিবাদ করতে ভোলেন না। সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন অভিনেত্রী।

সম্প্রতি একটি বিদ্রুপের জবাবে আবারও মুখ খুললেন শ্রীলেখা। কোনও এক সময় কোনও কথার প্রেক্ষিতে অভিনেত্রী বলেছিলেন, ‘একসঙ্গে পাঁচজন দরকার তার।

’ সেই উক্তিকে নানা ভাবে প্রচার করা হচ্ছে। এবার সেই বিকৃত পোস্টগুলোকে কটাক্ষ করে জবাব দিলেন শ্রীলেখা।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রীলেখা। সেখানে দেখা যাচ্ছে তিনি খাটে শুয়ে, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে তাঁর চারপেয়ে পৌষ্যরা।

ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘শ্রীলেখার একসঙ্গে পাঁচজন লাগে। এটা প্রচার করে ব্যবসা করে তো অনেকেই। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন আমার বিগেল। সে একটু আলাদা শুয়েছে। কী বুঝছ!”

মাইয়ার (শ্রীলেখার মেয়ে) মা হওয়ার পাশাপাশি শ্রীলেখা চারপেয়েদেরও মা। বাড়িতেই বিড়াল কুকুরের সমাহার। প্রায় পাঁচটি। তাদের সঙ্গেই তার নিত্য ওঠাবসা। তাই অভিনেত্রীর যুক্তি, তিনি পাঁচজনের সঙ্গে যে থাকেন এ তথ্য ভুল কোথায়?

সামাজিক মাধ্যমে সব ধরনের কটাক্ষ ও সমালোচনাকে বরাবরই বুড়ো আঙুল দেখান শ্রীলেখা। জবাব দেন কড়াভাবেই। এবারও অভিনেত্রী নিজের জবাবে ‍বুঝিয়ে দিলেন, সমালোচনাকে মোটেও পাত্তা দেননা তিনি।

Leave A Reply

Your email address will not be published.