শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। একই আবাসনে থাকেন দু’জনে। রটনা, কিছুদিন আগে যখন মালদ্বীপে অভিনেত্রী ছুটি কাটাতে গিয়েছিলেন। অভিরূপও ছিলেন সেখানে। কিছুদিন আগে শ্রাবন্তীর ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন অভিরূপ।
রবিবার ইনস্টাগ্রামে লি রায়ানের একটি বক্তব্য পোস্ট করেন অভিরূপ। যাতে লেখা, “আমার পারফেক্ট গার্লকে বেশ পাগল হতে হবে, তবে তার সঙ্গে দিব্যি কথাও বলা যাবে। ” এরপরই আবার তিনি লেখেন, “একটা পাগল মেয়েকে ভালবাসি!” অভিরূপের এই পোস্টেই ইমোজির মাধ্যমে নিজের ভাললাগা জাহির করেছেন শ্রাবন্তী। তাতেই যেন দু’জনের ঘনিষ্ঠতা আরও বেশি করে প্রকট হয়ে উঠেছে।
অল্প বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। দু’জনের এক ছেলে রয়েছে। যার নাম অভিমন্যু। আর ডাক নাম ঝিনুক। রাজীবের সঙ্গে ডিভোর্স হওয়ার পর মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। বেশিদিন সে বিয়ে টেকেনি। এরপরই রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন টলিউড অভিনেত্রী। বহু দিন ধরেই রোশন ও তিনি আলাদা থাকছেন। তবে মন ভাঙলেও হার মানেন না শ্রাবন্তী। আবারও কাজে মন দিয়েছেন অভিনেত্রী। আগামীতে ‘অচেনা উত্তম’ ছবিতে গৌরী দেবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।