The news is by your side.

একজন সেলিব্রেটির বেডরুমের দৃশ্য পাবলিককে  দেখানো যায়? শাকিব খান

মাত্র দুই জনকে বিয়ে করেছি, বাকি সব গুঞ্জন: শাকিব খান

0 158

 

 

প্রেম-বিয়ে-সন্তান-সংসরসহ নানা বিষয় নিয়ে কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছেন ঢালিউড অভিনেতা শাকিব খান ও নায়িকা শবনম বুবলী। এর সঙ্গে উঠে এসেছে অপু বিশ্বাস ও সন্তান আব্রাম খান জয় প্রসঙ্গ। নায়িকা পূজার চেরির সঙ্গে প্রেমের গুঞ্জন তো আছেই!

২৭ সেপ্টেম্বর বুবলী প্রথমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। এরপর তিনি ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি প্রকাশ করেন। একই সময়ে শাকিবও ছেলের ছবি প্রকাশ করেন। এরপর থেকেই তুমুল আলোচনায় নিয়ে উঠে আসেন শাকিব। তবে এবার সরাসরি গণমাধ্যমের সঙ্গে নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন ঢালিউড কিং।

শাকিব বলেছেন, এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার  সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি?   সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দু’জনকে বিয়ে করেছি।  বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখতো?

সেলিব্রেটিদের ব্যক্তিগত বিষয় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, সেলিব্রেটিদের সবকিছুই পাবলিক দেখতে চায়, তাই বলে কি একজন সেলিব্রেটির বেডরুমের দৃশ্য পাবলিককে দেখানো যায়? তার প্রাইভেসি বলে কি কিছু থাকতে নেই?

তিনি বলেন,  হলিউড-বলিউড এমনকি টলিউডের তারকাদের কথাই যদি বলি, সেখানে তো এমন ঘটনা প্রায়ই ঘটে। সেগুলো নিয়ে কি সে দেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা কখনো দেখা যায়? টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, ইলন মাস্কও চারটি বিয়ে করেছেন, কই তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ শব্দ নেই।

বুবলীর সঙ্গে বাকি জীবন কাটাবেন কিনা- এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।

 

Leave A Reply

Your email address will not be published.