The news is by your side.

একই প্রেমিকের সঙ্গে ডেটিং করতেন দুই বোন জাহ্নবী-খুশি!

0 163

চার বছর আগে বলিউডে পা দিয়েছেন জাহ্নবী কাপুর।  তিনি ভারতের মেগা আইকন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের মেয়ে।  ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার পর থেকেই জাহ্নবী কাপুরকে নিয়ে নানা রকম গুজব শোনা গেছে। এ ছাড়া নিজের খোলামেলা জীবনযাপন নিয়েও বেশ আলোচিত তিনি।

প্রায়ই বিভিন্ন রিউমারে তাঁর নাম শোনা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিষয়ে বেশ চমকপ্রদ তথ্য দিলেন জাহ্নবী। নিজের সঙ্গে জড়ালেন নিজের ছোট বোন খুশি কাপুরের নামও!

বিভিন্ন সূত্র মতে, গত কয়েক বছরে জাহ্নবী কাপুর অনেকের সঙ্গেই যুক্ত হয়েছেন। তাদের বেশির ভাগের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল কি না, সেই বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করেন তিনি। বলিউড বুবলের সঙ্গে এক সাক্ষাৎকারে জাহ্নবীকে তাঁর প্রেমের সম্পর্ক ও ডেটিং প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি অক্ষত রাজনকে ডেট করছিলাম, যিনি আমার শৈশবের সেরা বন্ধু। তারপর আমি তাঁর সঙ্গে ব্রেক আপ করেছি এবং এখন আমার ছোট বোন খুশি তাঁর সঙ্গে ডেট করছে। ’

কথাগুলো বলে কিছুটা থামেন জাহ্নবী।  এরপর অবশ্য স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি। তাদের কেউ-ই অক্ষতের সঙ্গে ডেট করেননি জানিয়ে তিনি বলেন, ‘আমরা কেউ-ই তাকে ডেট করিনি। আমরা ছোট থেকেই অক্ষতকে চিনি। সে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। এর বেশি কিছু নয়। ’

Leave A Reply

Your email address will not be published.