The news is by your side.

 ‘এএ২২এক্সএ৬’ সিনেমায় ৪ চরিত্রে আল্লু অর্জুন

0 95

বিনোদন ডেস্ক

‘পুষ্পা ২’ এর ঐতিহাসিক সাফল্যের পর অ্যাটলির পরবর্তী বিগ বাজেটের সিনেমা ‘এএ২২এক্সএ৬’ সিনেমায় অভিনয় করছেন আল্লু অর্জুন। এখানে দীপিকা পাড়ুকোন, রাশমিকা  মান্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুরের মতো অভিনেত্রীরা অভিনয় করছেন। বলা হচ্ছে, এটি হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে আলোচিত এক সিনেমা।

চমকপ্রদ খবর হলো, এই সিনেমায় আল্লু একাই অভিনয় করছেন চারটি ভিন্ন চরিত্রে! আগে শোনা গিয়েছিল, তিনি দ্বৈত চরিত্রে থাকবেন। কিন্তু সূত্র বলছে, অ্যাটলির সিনেমার পুরো পরিবারের সদস্যের ভূমিকায় অভিনয় করছেন তিনি। আল্লুকে দেখা যাবে দাদা, বাবা এবং দুই ছেলের চরিত্রে। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা যেখানে তিনি এমন বহুমূখী চরিত্রে অভিনয় করছেন।

জানা যায়, অ্যাটলি প্রথমে আল্লুকে দ্বৈত চরিত্রে অভিনয় করাতে চেয়েছিলেন। বাবা এবং দাদার চরিত্রে আরও দুজন অভিনেতাকে কাস্ট করা হয়েছিল। তবে, অভিনেতা নিজেই চারটি চরিত্রে অভিনয় করার জন্য জোর দিয়েছিলেন। প্রথমে অ্যাটলি দ্বিধাগ্রস্ত ছিলেন। কিন্তু লুক টেস্ট করার পর তিনি তার মত পাল্টেছেন। দর্শক একটি টিকিটের দামে আল্লু অর্জুনের ৪টি ভিন্ন অবতার দেখতে পাবেন!

‘এএ২২এক্সএ৬’ সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৭ সালে। বর্তমানে মুম্বাইতে এর শুটিং চলছে।

 

Leave A Reply

Your email address will not be published.