The news is by your side.

এই সরকারের হাতে সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না : ফখরুল

0 142

সরকারের হাতে সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, স্বৈরাচার সরকারের হাতে দেশের মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। তাদের হাত থেকে কেউই রক্ষা পাচ্ছে না। রেহাই পাচ্ছে না গণমাধ্যমের সাংবাদিকরাও।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমালোচনা করলে অথবা দুর্নীতির খবর প্রকাশ করলেই নেমে আসে সহিংস আক্রমণ।

এ সময় সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, বহু সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার এক যুগেও হয়নি।

ফখরুল বলেন, বর্তমান সরকারের আমলে অর্ধশতাধিক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার এবং অসংখ্য সাংবাদিক মামলা-হামলার শিকার হয়েছেন। দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না।

তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসনের কবলে গোটা দেশটাই এখন দুর্বিষহ কারাগারে পরিণত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.