বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ‘অপারেশন জ্যাকপট’। ঘটনাটি নিয়ে একই নামে তৈরি হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ২৯ ডিসেম্বর থেকে এফডিসির ২ ও ৭ নম্বর ফ্লোরে শুরু হবে রাজীব কুমারের পরিচালনায় ছবিটির শুটিং। এরই মধ্যে অভিনেতা-অভিনেত্রীও চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজ।
গতকাল হঠাৎ করে অভিনেত্রী নিপুণ আক্তার ছবিটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘ছবিতে আমি একটি অতিথি চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন শুনছি এই ছবিতে জায়েদ খানও অভিনয় করবে। আমি এই মুহূর্তে জায়েদ খানের সঙ্গে এক ছবিতে অভিনয় করতে চাই না।
তাই ছবিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
নিপুণ জানান, তিনি ছবিটির নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে তাঁর সিদ্ধান্ত জানিয়েছেন। শুধু তাই নয়, আজ চুক্তির টাকাও ফেরত দেবেন। বিষয়টি নিয়ে অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, ‘একজন শিল্পীর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে।
আমরা সেটাকে সম্মান করি। আমাদেরও অপশন আছে, অন্য কাউকে নেব। তাই বলে তো শুটিং আটকে থাকবে না।’