The news is by your side.

উরফি জাভেদঃ  ইনস্টাগ্রামে ধরা দিয়েছেন বিচিত্র পোশাকে

0 337

 

 

সমালোচনা বা প্রশংসা, বিচিত্র সব পোশাকে মাঝেমধ্যেই শিরোনামে চলে আসেন উরফি জাভেদ। নতুন পোশাকে ফের এক বার নেটমাধ্যমে ঝড় তুললেন এই মডেল। এ বার পরনে হালকা ল্যাভেন্ডার রঙের জালের মতো একটি পোশাক।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ছবিতে উরফি ধরা দিয়েছেন গাঢ় লিপস্টিক ও এক রঙা একটি পোশাকে। ল্যাভেন্ডার বিকিনির সঙ্গে গায়ে ছিল একই রঙের কোট। অন্য দিকে, কোমরে জড়িয়েছিলেন স্বচ্ছ ও ফিনফিনে একটি বিশেষ ধরনের পোশাক।

গোটা সাজের এই অংশটি নিয়েই সবচেয়ে বেশি চর্চা চলছে নেটমাধ্যমে। স্বচ্ছতার জন্য এটিকে কেউ কেউ তুলনা করেছেন মশারির সঙ্গেও। উরফির দাবি ছবি তোলার আগে নিজের রূপটান নিজেই করেছেন তিনি।

উরফির পোস্টটি ইতিমধ্যেই পছন্দ করেছেন প্রায় এক লক্ষ মানুষ। মন্তব্য করার জায়গায় মতামত দিয়েছেন প্রায় ১৩০০ জন।

 

Leave A Reply

Your email address will not be published.