সবাই যখন উরফির নিন্দায় মুখর তখনই ছক ভেঙে উরফির দরাজ প্রশংসা করলেন কারিনা কাপুর। তিনি কুর্নিশ জানিয়েছেন উরফির সাহসকে। তাঁর মতে, আত্মবিশ্বাসী বলেই যে কোনও পোশাক উরফি গায়ে তুলতে পারে। খোলামেলা পোশাক পরলেও মানিয়ে যায়। আর এই কারণেই উরফিকে ভাল লাগে তার। অভিনেত্রীর দাবি, ইউটিউবারের মধ্যে কোনও ভণিতা নেই। সম্প্রতি, কঙ্কালের পোশাক পরে তাক লাগিয়ে দিয়েছেন ইউটিউবার। যতটা চর্চিত হয়েছেন ততটাই প্রশংসা কুড়িয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজকুমার রাও, রূপালি গঙ্গোপাধ্যায়, গুলশন গ্রোভারের মতো তারকা। তাঁরা স্বেচ্ছায় উরফির সঙ্গে ছবিও তুলেছেন।
উরফি চর্চিত তাঁর খোলামেলা পোশাকের জন্য। সম্প্রতি, তাঁর নিন্দা করে তাঁকে ‘হিজড়ে’ বলেও সম্বোধন করেছেন জনৈক নেতা। কটাক্ষকারীর দাবি, এই ধরনের নারীই সমাজকে নষ্ট কর দেয়। সেই জায়গা থেকে হঠাৎই উরফির প্রশংসা। কারিনাও কি তা হলে কোনও দিন এরকম সাজে সাজবেন? প্রশ্ন ছিল সাংবাদিকদের। কারিনা তখনই বলেন, ‘‘উরফির কোনও পোশাক পরতে গেলে ওর মতো সাহস থাকা চাই। আমি উরফির মতো সাহসী নই। তাই ওর কোনও পোশাকে আমি নিজেকে সাজাতে পারব না।’’
ফ্যাশন আর বেবো সমার্থক। দুই সন্তান হওয়ার পরেও নিজেকে ধরে রেখছেন তিনি। রীতিমতো শরীরচর্চা করেন। একই সঙ্গে সাজেও অনন্যা। সেই বেবোর দাবি, যে পোশাকে তিনি স্বচ্ছন্দ সেটাই তাঁর ফ্যাশন। এটা সবার মেনে চলা উচিত। তিনিও খোলামেলা পোশাক পরেন। কিন্তু উরফির মতো অতটা নিজেকে মেলে ধরতে পারবেন না। তাই উরফির সাহসকে তিনি কুর্নিশ জানান।