The news is by your side.

উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে গাজীপুরে :  ইসি আলমগীর

0 181

গাজীপুর সিটি  করপোরেশন নির্বাচনের পরিবেশ কেবল বাংলাদেশে নয়, উপমহাদেশের মধ্যে অত্যন্ত ভালো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ সোমবার (২২ মে) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আলমগীরবলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সবাই প্রচারণা চালাচ্ছেন। মিডিয়ায় গাড়ি ভাঙচুরের কোনো ভিডিও আসেনি।

কোনো পত্রিকাতেও লেখা হয়নি। রবিবার আমি নিজে গিয়েছি গাজীপুর। এর আগেও গিয়েছি। সবাই দেখেছি মাইক দিয়ে প্রচার করছেন।

আশা করি উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে গাজীপুরে। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে।

তিনি আরো বলেন, কেন্দ্রে যেতে যদি বাধা দেওয়া হয় ৫৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রত্যেক ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিজিবির টিম, র‌্যাব ও বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবেন।

এরপরও নির্বাচন সুষ্ঠু না হওয়ার তো কোনো কারণ নেই।

ভোটাররা যদি বলেন যে ভয় পাচ্ছি, তো আন্দাজে ভয় পেয়ে তো লাভ নাই। যদি কেউ বাধা দেন তখন বলুক। কঠিন অ্যাকশন নেওয়া হবে।

মো. আলমগীর বলেন, গতকাল মিটিংয়ে বলা হয়েছে, কোনো ভোটার বা এজেন্টকে কোনো রকম বাধা দিলে তার বিরুদ্ধে অ্যাকশন হবে, সে যেই হোক।

সিসি ক্যামেরার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি বুথে সিসি ক্যামেরা থাকবে। ঢাকায় বসে সিইসিসহ অন্যান্য কমিশনার, কর্মকর্তা এবং সাংবাদিকরা তা পর্যবেক্ষণ করবেন। কোনো অভিযোগ পেলে আইনে যেভাবে অ্যাকশন নেওয়ার কথা সেভাবেই নেওয়া হবে। গাইবান্ধায় তো কেবল নির্বাচন বন্ধ করা হয়েছে। এখানে তার চেয়েও কঠিন অ্যাকশন হবে বলে জানান তিনি।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.