ক্যালেন্ডার শ্যুটে টপলেস অবতারে ধরা দিয়েছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। উন্মুক্ত শরীরে কাপড়ের লেসমাত্র নেই কিয়ারার। শরীর ঢাকতে কিয়ার হাতে ছিল শুধুই একটি কচুপাতা। ‘কবীর সিং’-এর সেই প্রীতিকে হয়তবা এভাবে ঠিক কল্পনাও করতে পারেননি ভক্তরা। এধরনের ফটোশ্যুটের পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের হাসির খোরাক হয়েছেন ‘কবীর সিং’ (Kabir Sing)-এর প্রীতি।
‘কবীর সিং’ (Kiara Advani) ছবিতে প্রেমিকার প্রতি একটু বেশিই অধিকার ফলিয়ে এসেছেন শাহিদ (Shahid Kapoor)। প্রেমিকা প্রীতি কী করবে? কার সঙ্গে কথা বলবে? সবকিছুই ছিল কবীর সিং রূপী শাহিদ কাপুরের আয়ত্তের মধ্যে। আর প্রীতির ভূমিকায় বড় বেশি ভোলাভালা স্বভাবে দেখা দিয়েছিলেন কিয়ারা আডবাণী(Kiara Advani)। তাই এতটা বোল্ড ফটোশ্যুটে হয়ত ভক্তরা কিয়ারাকে ঠিক গ্রহণ করতে পারেননি।
কিয়ারার এই ছবি দেখে ‘কবীর সিং’ রূপী শাহিদ যেন বেশ রেগে গিয়েছেন প্রীতির উপর বেশিরভাগ সোশ্যাল মিডিয়া মিম-এ এমনই চিত্র উঠে এসেছে। কোনও মিম-এ দেখা যাচ্ছে ছাগল এসে কিয়ার শরীর ঢেকে রাখা কচু পাতা খেয়ে যাচ্ছে। কিয়ারার(Kiara Advani) ডাব্বু রত্নানির শ্যুট করা ছবি নিয়ে এভাবেই মশকরা শুরু করেছেন নেটিজেনরা।
তবে অবশ্য শুধুই কিয়ারা নন, ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্য়ুটে Hot অবতারে ধরা পড়েছেনে ভূমি পেডনেকর, বিদ্যা বালান, সানি লিওন, ভিকি কৌশল সহ আরও অনেক তারকাই। প্রসঙ্গত ‘কবীর সিং’-এর পর কিয়ার আডাবাণীকে অবশ্য ‘গুড নিউজ’ ছবিতে দেখা গিয়েছে কিয়ারাকে। খুব শীঘ্রই অক্ষয় কুমারের বিপরীতে ‘লক্ষ্মী বম্ব’ ‘বচ্চন পান্ডে’ ছবিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে। দেখা যাবে নেটফ্লিক্স-এর ছবি ‘গিল্টি’তেও দেখা যেতে চলেছে কিয়ারাকে।