The news is by your side.

উত্তর কোরিয়ায় রুশ প্রতিরক্ষামন্ত্রী ও চীনা কর্মকর্তারা

0 100

 

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতির ৭০তম বার্ষিকীতে যোগ দিতে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল উত্তর কোরিয়ায় পৌঁছেছে। চীনও সরকারি প্রতিনিধি দল পাঠিয়েছে দেশটিতে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় রুশ প্রতিনিধিদল পিয়ংইয়ং পৌঁছেছে। পলিটব্যুরো সদস্য লি হংজংয়ের নেতৃত্বাধীন চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদলও যোগ দিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জুলাই) পিয়ংইয়ংয়ে ‘বিজয় দিবস’র ৭০তম বার্ষিকী উদযাপনে অংশ নেবেন এই দুই পরাশক্তি দেশের প্রতিনিধিদল।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।

স্যাটেলাইট চিত্রেও দেখা গেছে, বড় আকারের সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সের্গেই শোইগুর এই সফর রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক জোরদারে সহায়তা করবে। দুই দেশের মধ্যে সহযোগিতার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পর্যায় হবে এই সফর।

এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। যুক্তরাষ্ট্র এখন তাদের বন্ধু দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া করছে। তারা দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্র ছুঁড়তে পারে এমন যুদ্ধজাহাজও মহড়ায় পাঠিয়েছে।

এর পাল্টা জবাবে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলছে। গত সপ্তাহে তারা তিনবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ২০২২ থেকে দেশটি ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

Leave A Reply

Your email address will not be published.