The news is by your side.

উগান্ডায় স্কুলে জঙ্গি হামলা, নিহত ২৫

0 129

উগান্ডার একটি স্কুলে জঙ্গি হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। গুরুতর আরও আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাতে শনিবার) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, শুক্রবার রাতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায় জঙ্গিরা। এ সময় তারা একটি ছাত্রাবাস পুড়িয়ে দেয় এবং খাবার লুট করেছে।

পুলিশ বলছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় মিত্র অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) এই হামলায় এখন পর্যন্ত স্কুল থেকে ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে কতজন স্কুলছাত্র, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গ্রামে এডিএফ হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে।

Leave A Reply

Your email address will not be published.