The news is by your side.

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারী নিহত

0 1,088

কক্সবাজারের উখিয়ায় দুইপক্ষের ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে উপকুলীয় এলাকার রূপপতি মেরিন ড্রাইভ সড়কের পাশে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মোস্তাক ও মোকতার।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জবর মুল্লকের দুই ছেলে মোস্তাক ও মোকতার দীর্ঘদিন ধরে মেরিনড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচার করে আসছিল।রাত ৩ টার দিকে ইয়াবার টাকার লেনদেন নিয়ে দুইপক্ষের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে দুই ভাই নিহত হন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠায়।

পুলিশের এ কর্মকর্তা  জানান, ঘটনাস্থল থেকে নয় হাজার ৬শ পিস ইয়াবা, দুটি এলজি, চারটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.