দেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। ঈদে প্রেক্ষাগৃহে তার ছবি মানেই ঈদের বাড়তি আমেজ। বরাবরের মত এবারও ঈদের ছবির দৌড়ে শাকিব খানই এগিয়ে থাকল। ৮ ছবির মধ্যে তার অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটির একশ’ হল বুকিং চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ছবিটির নির্মাতা তপু খান।
তিনি জানান,’আলহামদুলিল্লাহ, বৃহস্পতিবার পর্যন্ত আমাদের লিডার একশ হল বুকিং চূড়ান্ত হয়েছে। আশা করি ঈদ হবে লিডারময়।’
শুরু থেকেই ঈদে মুক্তির মিছিলে আছে অর্ধডজনের বেশী ছবি বুকিংয়ের প্রতিযোগিতায় নামে। সবগুলো ছবির মধ্যে সবচেয়ে বেশি হল পাওয়ার দৌড়ে শাকিব খানই এগিয়ে থাকল।
একশ’ হল বুকিং চূড়ান্ত হয়ে যাওয়ার পর ছবিটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ আপাতত আর হল বুকিং বাড়ানো হবে না বলে জানানো হয়েছে।
‘লিডার, আমি বাংলাদেশ’ ছবির পরিবেশনার দায়িত্বে থাকা এম এম মঞ্জুর রহমান বলেন, আমাদরে একশটি হল বুকিং সম্পন্ন হয়েছে। চাঁদরাতের আগে হল সংখ্যা আরও বাড়তে পারে। ঢাকার মধ্যে শ্যামলী বাদে সবগুলো সিঙ্গেল স্ক্রিনে (সিনেমা হল) চলবে ‘লিডার আমিই বাংলাদেশ’।
সিনেমা হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি বলছে, সিনেপ্লেক্স বাদে দেশে চালু থাকা সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা ৫০টির মতো। তবে ঈদ মৌসুম আসায় বন্ধ থাকা প্রায় একশো’র কাছাকাছি বন্ধ সিনেমা খুলছে। পরিবেশক ও হল বুকিংয়ের দায়িত্বরত মানুষেরা বলছেন, বন্ধ হলগুলো বেশি খুলছে শাকিবের কারণে।
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে লিডার আমিই বাংলাদেশ, কিল হিম, লোকাল, আদম, পাপ, জ্বিন, আদম, প্রেম প্রীতির বন্ধন ছবিগুলো। সবগুলো ছবির মধ্যে খোঁজ নিয়ে জানা যায়, স্টার সিনেপ্লেক্সসহ বাদে সুপারস্টার শাকিব খানের ‘লিডার’ ১০০ হলে প্রদর্শন নিশ্চিত কর ফেলল। বাকি ছবির হল বুকিংয়ের চূড়ান্ত হিসেবে এখনও প্রকাশ করা হয়নি।