The news is by your side.

ঈদে রাজের কাছে এক লাখ টাকা সেলামি পেয়ে পরীমনি কলকাতায়

0 134

 

ঈদে রাজের কাছ থেকে এক লাখ টাকা সালামি পেয়েছেন পরীমনি। আর এই ঈদ সালামি নিয়েই তিনি গিয়েছিলেন কলকাতায়।

সালামির টাকায় সেখান থেকে নিজের পছন্দের মেকআপ কিনেছেন। এছাড়া পরীমনি কলকাতা থেকে রাজের জন্য ডায়েরি, নোটবুক, কলম আর সিনেমা রিলেটেড কয়েকটি বই নিয়ে এসেছেন।

পরীমনি বলেন, রাজ লেখালেখি ও পড়তে ভীষণ পছন্দ করে। ভেবেছি, ওর জন্য এর চেয়ে ভালো উপহার আর কিছুই হতে পারে না।

ঈদের দুই দিন আগে কলকাতায় যান পরীমনি। সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন।

২১ এপ্রিল রাতে পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে পরদিন সকালের ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তিনি। সে হিসাবে এবারই প্রথম তার জীবনের কোনো ঈদ একই সঙ্গে কলকাতায় এবং ঢাকায় কেটেছে।

Leave A Reply

Your email address will not be published.