The news is by your side.

ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’

0 254

 

 

ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটির তৃতীয় সিনেমা ‘শান’।

সত্য ঘটনা অবলম্বনে পুলিশি এই অ্যাকশন থ্রিলারে যুক্ত হওয়া প্রসঙ্গে সিয়ামের ভাষ্য, গল্প এই সিনেমায় আমাকে যুক্ত করেছে। এছাড়া এই সিনেমার পরিচালক আমার প্রথম সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, এই সম্পর্কটাও আমাকে এই সিনেমায় যুক্ত করেছে। একাধিকবার মুক্তি পিছিয়েছে। এ সিনেমার গল্পটা এমন- দুই বছর পর রিলিজ দিলেও সিনেমার প্লট সেই সময়ের কথা বলবে বলে আমার মনে হয়।

পূজা চেরী বলেন, শান সিনেমা নিয়ে আগে যা প্রত্যাশা ছিল বর্তমানে এর আরও বেশি প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ এটি এখন ঈদের ছবি। আশা করছি এই সিনেমাটি দেখতে দর্শক হলে যাবে।

ছবিটিতে আরও অভিনয় করেছেন- মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকে।

 

Leave A Reply

Your email address will not be published.