The news is by your side.

ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি

0 82

 

আসন্ন ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা করেছে আইশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ঈদে সবাই যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করা হয়েছে।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সুপারিশ করেছে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।

আ ক ম মোজাম্মেল হক জানান, কমিটির সুপারিশ আগামীকাল (সোমবার) মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.