The news is by your side.

‘ঈগল-৪৪’:  ইরানের ভূগর্ভস্থ বিমানঘাঁটি উন্মোচন

0 166

 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী প্রথমবারের মতো ভূগর্ভস্থ বিমান বাহিনীর ঘাঁটি উন্মোচন করেছে। ভূগর্ভস্থ এই বিমান ঘাঁটির নাম দেওয়া হয়েছে ‘ঈগল-৪৪। বিমান ঘাঁটি উদ্বোধনের সময় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরির পাশাপাশি সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল মুসাভিও উপস্থিত ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ঈগল ৪৪ ঘাঁটিতে যুদ্ধবিমান ও ড্রোন মজুত ও পরিচালনা করা যাবে।

অবশ্য ইরনা’র প্রতিবেদনে ঘাঁটিটি কোথায় অবস্থিত তা জানানো হয়নি।

বলা হয়েছে, এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি। ভূগর্ভের গভীরে এটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান।

২০২২ সালের মে মাসে ইরানের সেনাবাহিনী আরেকটি ভূগর্ভস্থ ঘাঁটির কথা বলেছিলেন। যাতে ড্রোন রাখা হবে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলা থেকে সামরিক সম্পদ রক্ষায় এই ভূগর্ভস্থ ঘাঁটি গড়ে তুলছে ইরান।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত বক্তব্যে ইরানের সশস্ত্রবাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি বলেছেন, ইসরায়েলসহ শত্রুদের পক্ষ থেকে ইরানে হামলা হলে আমাদের ঈগল ৪৪-সহ একাধিক বিমানঘাঁটি থেকে জবাব দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.