ইসির বক্তব্য নিয়ে ‘অসত্য’ সংবাদ প্রকাশ করা হয়েছে: ইসি
সিইসিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্কিত ও অগ্রহণযোগ্য করার অপচেষ্টা করা হচ্ছে
সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মৃত্যু কামনা করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালেরর বক্তব্য নিয়ে ‘অসত্য’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন।
সেই সঙ্গে সিইসিকে ‘উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্কিত ও অগ্রহণযোগ্য করার অপচেষ্টা করা হচ্ছে’ বলে জানানো হয়েছে।
সোমবার ইসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সিইসির কোনো মন্তব্যে কেউ মর্মাহত হেলে দুঃখ প্রকাশও করা হয়েছে এতে।
‘একজন মেয়র প্রার্থীকে রক্তাক্ত করা হলেও এ নির্বাচনকে শান্তিপূর্ণ বলা যায় কি না?’- ২১ জুন ভোট শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এটা আপেক্ষিক। রক্তাক্ত সব কিছু আপেক্ষিক, উনি কি ইন্তেকাল করেছেন? আমরা দেখছি-না, উনি কি কতটা… উনার রক্তক্ষরণটা দেখিনি।’
দু’চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে বলে জানিয়েছিলেন সিইসি।
এদিকে মুফতি ফয়জুল করীমকে নিয়ে সিইসির ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যে নিজের মানহানি হয়েছে উল্লেখ করে তার জন্য ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ক্ষুব্ধ হয়ে ইতোমধ্যে উকিল নোটিশও পাঠিয়েছেন।
এরপরই ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে এবং কোনো রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি অনুরাগ বা বিরাগভাজন না হয়ে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সুনাম ও সম্মানের হানিঘটে এমন কোনো মন্তব্য করেননি।
প্রধান নির্বাচন কমিশনার বর্ণিত প্রার্থীর মৃত্যু কামনা করেছেন মর্মে প্রচারিত সংবাদ ও বক্তব্য সম্পূর্ণ অলীক, মনগড়া, অনুমাননির্ভর ও ভ্রান্তধারণাপ্রসূত। উক্তরূপ অসত্য সংবাদ ও বক্তব্য প্রচার ও প্রকাশ করে সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত ও অগ্রহণযোগ্য করার অপচেষ্টা করা হচ্ছে।