The news is by your side.

ইসির নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0 136

সোমবারের পর ইসির নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া পুলিশ সদস্যদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

ইসির নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে আমরা কাজ করে যাচ্ছি। নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না- এমন নির্দেশনা দিয়েছে ইসি। বিজয় আনন্দ প্রকাশ করতে মানা করছি না। কিন্তু সংযতভাবে চলতে হবে; শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে। ভোটবিরোধী কর্মকাণ্ড চালালে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’

সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আবার পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

সকাল ছয়টা ৩৪ মিনিটে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave A Reply

Your email address will not be published.