The news is by your side.

ইসরায়েল মুসলিম রাষ্ট্রের বন্ধু হতে পারে না : ইরানের প্রেসিডেন্ট

0 148

 

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, গাজায় চলমান যুদ্ধ প্রমাণ করেছে যে, ইসরায়েল কখনোই কোনো মুসলিম বা আঞ্চলিক দেশের বন্ধু হতে পারে না।

সোমবার তেহরানে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

রাইসি বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের অপরাধকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা পুরোপুরি সমর্থন করেছে।

গাজায় চলমান ইসরায়েলের অপরাধ এবং যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, সব দেশকেই বুঝতে হবে যে, এই অহংকারী শাসকরা কখনোই তাদের সত্যিকারের বন্ধু হতে পারবে না।

ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, গাজার বর্তমান ঘটনাগুলি আঞ্চলিক দেশগুলির বিরুদ্ধে ইহুদিবাদীদের ‘বর্ণবাদী’ নীতির বহিঃপ্রকাশ। দখলদার ইসরায়েলি শাসনের সাথে সম্পর্ক স্থাপনে গুরুতর ভুলের প্রমাণ।

 

Leave A Reply

Your email address will not be published.