The news is by your side.

ইসরায়েল মাঠে নামাচ্ছে রিজার্ভের ৩ লাখ সেনা

0 99

ইসরায়েল-হামাসের সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে। এরই মধ্যে হতাহতের সংখ্যা হয়েছে কয়েক হাজার। দেশটির ইতিহাসে নজিরবিহীন হামলায় বিধ্বস্ত হওয়ার পর এবার রিজার্ভে থাকা ৩ লাখ সেনাকে মাঠে ডেকেছে ইসরায়েল।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর ডোরন স্পিলম্যান বুধবার সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এমন একটি পরিবার বাকি নেই যেখান থেকে কাইকে ডাকা হয়নি। যেহেতু আমাদের দেশ ছোট তাই প্রতিটি পরিবারই তাদের কোনো না কোনো প্রিয়জন বা আত্মীয়কে হারিয়েছে। ইসরায়েলের জনসংখ্যা প্রায় ৯০ লাখ ২০ হাজার।

তিনি আইডিএফ-এর চিফ অব স্টাফ হার্জি হালেভির করা মন্তব্য পুনর্ব্যক্ত করে জোর দিয়ে বলেছেন, ইসরায়েল যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ আমরা দক্ষিণ সীমান্তে স্থল বাহিনী মোতায়েন করতে যাচ্ছি।

স্পিলম্যান হামাসের হাতে জিম্মিদের নিয়ে পরিস্থিতির একটি আপডেটও দিয়েছেন। সিএনএনকে তিনি বলেছেন, অপারেশনাল স্তরে সমস্যাটি মোকাবিলা করার জন্য দুইজন মেজর জেনারেল নিয়োগ করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সোমবার বলেছেন, হামাস যোদ্ধারা গাজা জুড়ে অবস্থানে প্রায় ১৫০ জনকে জিম্মি করে রেখেছে। হামাস বলেছে, ইসরায়েল যদি সতর্কতা ছাড়াই গাজায় লোকদের লক্ষ্য করে তবে তারা বেসামরিক জিম্মিদের মৃত্যুদন্ড কার্যকর করা শুরু করবে।

 

 

Leave A Reply

Your email address will not be published.