The news is by your side.

ইসরায়েলের সঙ্গে গুগলের চুক্তি বাতিলের দাবিতে চাকরি গেলো ২৮ কর্মীর

0 68

ইসরায়েল সরকারের সাথে হওয়া একটি চুক্তি বাতিলের দাবিতে কিছুদিন ধরে বিক্ষোভ করে আসছিল গুগলের কর্মীরা। প্রতিবাদের প্রেক্ষিতে গুগলের ২৮ কর্মীকে চাকরিচ্যুত করার।

‘প্রজেক্ট নিম্বাস’ নামে এ প্রজেক্ট হচ্ছে গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েল সরকারের ১২০ কোটি ডলারের বিতর্কিত একটি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দফতরকে ক্লাউড পরিষেবাসহ উন্নত প্রযুক্তি সরবরাহ করবে প্রতিষ্ঠান দুটি।

এর আগে মঙ্গলবার প্রতিবাদে নিউইয়র্কে প্রযুক্তি প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টারের সামনে ফিলিস্তিনপন্থী কর্মীরা অবস্থান নিয়েছিল। পরে সন্ধ্যায় নিউইয়র্ক সিটি ও সানিভেলে গুগল কোম্পানির অফিসে বেশ কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ।

এর আগে, গুগলের ক্যালিফোর্নিয়া অফিসে নিজেদেরই এক কর্মীকে পুলিশের কাছে তুলে দেয় গুগল কর্তৃপক্ষ। অফিস কক্ষের ভেতর ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.