ইসরায়েলের দক্ষিণাঞ্চলজুড়ে বিমান হামলার সাইরেনে বাজানো হয়েছে। আলজাজিরার সাংবাদিক জানিয়েছেন, দেশটির আপার গ্যালিলি অঞ্চলের বিভিন্ন অঞ্চলে এই সাইরেন সতর্কতা বাজানো হচ্ছে।
ইসরায়েলের সামরিক বাহিনীও এক ঘোষণায় জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে কিবুতস এসডি নেহমিয়াতে সাইরেন বাজানো হয়েছে। এর আগে আজ ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আরেক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, দুইটি ফালাক-১ ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত শেবা ফার্মে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এর জবাবে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।