The news is by your side.

ইসরায়েলকে হুঁশিয়ারি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর

0 158

গোষ্ঠী হেজবুল্লাহ গতকাল শুক্রবার জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সঙ্গে এক হয়ে যুদ্ধ যেতে তারা পুরোপুরি প্রস্তুত। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, সময় হলেই তারা হামাসের পাশে দাঁড়াবে। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হেজবুল্লাহর ডেপুটি প্রধান নাইম কাশেম বেরুতে  ফিলিস্তিনপন্থী মিছিলে বলেন, আমরা হেজ়বুল্লাহ লড়াইয়ে সহযোগিতা করছি এবং পরিকল্পনা ও আমাদের ভিশন অনুযায়ী এটি চালিয়ে যাব। আমরা সম্পূর্ণ প্রস্তুত, যখন সঠিক সময় আসবে, তখন আমরা পদক্ষেপ নেবো।

গতকাল শুক্রবার বেরুতে এক হাজারের বেশি হেজবুল্লাহ সমর্থক গাজার সমর্থনে মিছিলে নামেন। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। ব্যানারে লেখা ছিল, সৃষ্টিকর্তা আপনাদের রক্ষা করুন।

সোমবার হেজবুল্লাহ জানায়, ইসরায়েলি হামলায় তাদের তিনজন সদস্য নিহত হয়েছেন। পরবর্তী সময়ে বুধবার হেজবুল্লাহ জানায়, গত বুধবার তারা লেবাননের ধায়রা গ্রামের কাছে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে হামলা চালিয়েছে।

গত শনিবার গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সেইসঙ্গে ইসরায়েলের সীমান্ত ভেদ করে তুমুল আক্রমণ চালায়। হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ৩০০ ছাড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে তিন হাজারের বেশি। এর জবাবে সেইদিন থেকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ছয় হাজারের বেশি। পাশাপাশি গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী হুঙ্কার দিয়েছে, হামাসকে তারা নিশ্চিহ্ন করে দিতে হামলা চালিয়ে যাবে।

Leave A Reply

Your email address will not be published.