The news is by your side.

ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

0 94

যক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরের পরদিনই সেখানে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক । দুই দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েল ছাড়া আরও কয়েকটি দেশ সফর করবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে আলাদা বৈঠকের কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। খবর-বিবিস

তেলআবিবের উদ্দেশে ঋষি সুনাক লন্ডন ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করবেন তিনি। এ ছাড়া অবরুদ্ধ গাজার আল-আহলি হাসপাতালে হামলার ঘটনায়ও নিন্দা জানাবেন তিনি। এর পাশাপাশি তিনি সংঘাত পরিহারে সব পক্ষকে অনুরোধ করবেন বলেও জানানো হয়েছে।

ডাউনিং স্ট্রিট আরও জানিয়েছে, গাজায় জরুরিভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে ইসরায়েলকে অনুরোধ করবেন ঋষি সুনাক। এ ছাড়া আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা যাতে ফিলিস্তিন থেকে নিরাপদে বের হতে পারে সে বিষয়েও আলোচনা করবেন।

ইসরায়েল সফরের আগে এক বিবৃতিতে ঋষি সুনাক বলেছেন, ‘প্রতিটি বেসামরিক নাগরিকের মৃত্যু একটি ট্র্যাজেডি। হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অনেকের প্রাণহানি হয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.