The news is by your side.

ইসরাইলের জরুরি সরকার থেকে বেনি গানৎসের পদত্যাগ

0 75

 

ইসরায়েলের যুদ্ধবিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গানৎস বেনিয়ামিন নেতানিয়াহুর জরুরি সরকার থেকে পদত্যাগ করেছেন। রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, নেতানিয়াহু আমাদের সত্যিকারের বিজয়ের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছেন। এ কারণেই আজ ভারাক্রান্ত হৃদয়ে জরুরি সরকার থেকে বিদায় নিচ্ছি।

বেনি গ্যান্টজ নেতানিয়াহুকে গাজা উপত্যকার যুদ্ধোত্তর কৌশলের চেয়ে নিজের ব্যক্তিগত রাজনৈতিক বিবেচনাকে এগিয়ে রাখার জন্য অভিযুক্ত করেন। সেই সঙ্গে আগামী মাসগুলোর মধ্যেই একটি সাধারণ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন নির্বাচন হওয়া উচিত, যা জনগণের আস্থাশীল সরকার প্রতিষ্ঠা করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে। আমি নেতানিয়াহুর প্রতি আহ্বান জানাচ্ছি, একটি সর্বসম্মত নির্বাচনের তারিখ নির্ধারণ করুন।

সিএনএন জানিয়েছে, গাজা ইস্যুতে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জেরেই বেনি গানৎস পদত্যাগ করেছেন। তিনি গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে নেতানিয়াহুকে ৮ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।

মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ‘কঠিন ও বেদনাদায়ক’ উল্লেখ করে তিনি বলেন, এ ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না।

গাজা যুদ্ধের তদারকি করার জন্য গত বছর জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেছিলেন নেতানিয়াহু। ৩ সদস্যের এই মন্ত্রিসভায় বেনি গানৎস অন্যতম সদস্য ছিলেন। তিনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইসরায়েলি রাজনীতিতে তাকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়।

এর আগে গত মাসে জরুরি যুদ্ধকালীন সরকার ছেড়ে দেয়ার হুমকি দিয়েছিলেন বেনি গানৎস। তখন তিনি বলেছিলেন, নেতানিয়াহু গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রকাশ করতে ব্যর্থ হলে তিনি তার সরকার ছেড়ে যাবেন।

এদিকে, নেতানিয়াহু গানৎসকে জরুরি সরকারে থাকার আহ্বান জানানোর পরও তিনি পদত্যাগ করলেন। নেতানিয়েহু বলেছেন, এখন বিভক্তির সময় নয়, ঐক্যের সময়। গ্যান্টজের ঘোষণার পর নেতানিয়াহু তাকে তার মত পরিবর্তনেরও আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.