The news is by your side.

ইলেকট্রনিক মাস্ক রুখবে করোনাভাইরাস!

0 507

 

 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ইলেকট্রনিক মাস্ক তৈরি করেছেন তুরস্কের দুইজন চিকিৎসক। বিভিন্ন রোগ-জীবাণুর পাশাপাশি এর মাধ্যমে করোনাভাইরাসের জীবাণুও ধ্বংস করা যাবে বলে দাবি করেছেন তারা।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইলেকট্রনিক এই মাস্কে জীবাণু মারতে সক্ষম আল্ট্রাভায়োলেট রশ্মি ও ইলেকট্রিক্যাল সিলভার বেস ব্যবহার করা হয়েছে। এটি পরা থাকলে করোনা আক্রান্ত রোগীর শ্বাসযন্ত্র, হাঁচি-কাশির মাধ্যমে জীবাণু ছড়াতে পারবে না।

সেন্ট্রাল তুরস্কের আকসারি বিশ্ববিদ্যালয়ের দুইজন ডাক্তার তাদের চলমান প্রজেক্টের অংশ হিসেবে এই মাস্ক তৈরি করেছেন বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

তাদের একজন ডাক্তার তারিক ইলমাজ মাস্কের বিষয়ে বলেন, মাস্কের মধ্যে আমরা একটা ফিল্টার তৈরি করেছি যেটা আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে জীবাণু ও ভাইরাস ধ্বংস করে পরিস্কার থাকবে। ফিল্টারে কোনো ভাইরাস ধরা পড়লে সেটাকে ধ্বংস করবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা এটার মেধাস্বত্ত্ব পাওয়ার জন্য আবেদনও করেছি। তা পেয়ে গেলেই আমরা এটা উন্মুক্ত করবো।

 

 

Leave A Reply

Your email address will not be published.