The news is by your side.

ইলন মাস্ককে ছাড়িয়ে তৃতীয় শীর্ষ ধনীর আসনে মার্ক জাকারবার্গ

0 271

ইলন মাস্ককে টপকে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীর অবস্থানে উঠে এসেছেন মার্ক জাকারবার্গ। ২০২০ সালের পর এই প্রথম মাস্ককে টপকে গেলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা।

গত মার্চ মাসের শুরুর দিকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সে প্রথম স্থানে ছিলেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সবকিছু ঠিকঠাক চলছিল তাঁর। কিন্তু চীনের কম দামি গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠতে না পেরে তিনি সম্প্রতি ঘোষণা দেন, টেসলা কম দামি গাড়ি তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে; বরং তারা রোবোট্যাক্সি উৎপাদন করবে। এই খবরে টেসলার শেয়ারের দাম কমে গেলে ধনীদের তালিকায় চতুর্থ স্থানে নেমে যান ইলন মাস্ক। মার্চে টেসলার বিক্রিও কমে গিয়েছিল।

চলতি বছর মোটেও ভালো যাচ্ছে না ইলন মাস্কের। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্যানুসারে, চলতি বছর মাস্কের সম্পত্তি কমেছে ৪৮ দশমিক ৪ বিলিয়ন বা ৪ হাজার ৮৪০ কোটি ডলার। আর একই সময়ে জাকারবার্গের সম্পত্তি বেড়েছে ৫৮ দশমিক ৯ বিলিয়ন বা ৫ হাজার ৮৯০ কোটি ডলার।

ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, ২০২০ সালের ১৬ নভেম্বরের পর এই প্রথম ধনীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন জাকারবার্গ। ওই সময় তাঁর সম্পদমূল্য ছিল ১০৫ দশমিক ৬ বিলিয়ন বা ১০ হাজার ৫৬০ কোটি ডলার এবং মাস্কের সম্পত্তি ছিল ১০২ দশমিক ১ বিলিয়ন বা ১০ হাজার ২১০ কোটি ডলার।

এই প্রতিবেদন লেখার সময় ব্লুমবার্গ সূচক অনুসারে মার্ক জাকারবার্গের সম্পদমূল্য ছিল ১৮৭ বিলিয়ন বা ১৮ হাজার ৭০০ কোটি ডলার; একই সময় ইলন মাস্কের সম্পদমূল্য ছিল ১৮১ বিলিয়ন বা ১৮ হাজার ১০০ কোটি ডলার।

চলতি বছর টেসলার সময় ভালো যাচ্ছে না। কোম্পানিটির শেয়ারের দাম এরই মধ্যে কমেছে ৩৪ শতাংশ।

বিশ্বজুড়ে ইভি বা বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়া, চীনের কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা বেড়ে যাওয়া এবং জার্মানিতে উৎপাদনের সমস্যার কারণে টেসলার শেয়ারের দাম এভাবে কমছে। যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক এসঅ্যান্ডপি ৫০০-এ টেসলার অবস্থান এবার সবচেয়ে খারাপ।

এর বিপরীতে গত প্রান্তিকের আয় বৃদ্ধি এবং এআই নিয়ে বিভিন্ন উদ্যোগের কারণে মেটার শেয়ারের দাম বেড়েছে ৪৯ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্সে এবার পঞ্চম সেরা অবস্থানে আছে ফেসবুকের এই মালিক কোম্পানি।

মাস্ক ও জাকারবার্গের সম্পর্কের রসায়ন বেশ মজার। গত বছর মার্ক জাকারবার্গ নতুন সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস নিয়ে আসার ঘোষণা দেওয়ার পর ইলন মাস্ক তাঁকে বদ্ধ খাঁচার মধ্যে লড়াইয়ের আহ্বান জানান। এ নিয়ে তখন বেশ হাস্যরস সৃষ্টি হয়।

দুজনেই এই প্রস্তাব দেওয়া ও গ্রহণের কাজটি করেছেন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে, যেটি বর্তমানে পরিচিত এক্স নামে। ইলন মাস্ক প্রথমে টুইট করেন, ‘আপ ফর আ কেইজ ফাইট’ বা খাঁচার মধ্যে লড়াইয়ের জন্য প্রস্তুত। জবাবে মার্ক জাকারবার্গ লেখেন, ‘সেন্ড মি দ্য লোকেশন’ , অর্থাৎ লড়াই কোথায় হবে, জানান।

 

Leave A Reply

Your email address will not be published.