The news is by your side.

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়র পাকিস্তানে ২ শিশু নিহত

0 88

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তুত তিনজন। মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রায় নজিরবিহীন। মঙ্গলবারের দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশের একটি গ্রামে এই হামলা চালায় ইরান।

দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একটি সংবাদ সংস্থার মতে, জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি ইরানের।

পাকিস্তান বলছে, বেআইনি এই হামলার ‘গুরুতর পরিণতি’  হতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ‘ইরান কর্তৃক আকাশসীমা লঙ্ঘনের’ তীব্র নিন্দা জানানো হয়েছে।

গত কয়েকদিনের মধ্যে ইরাক ও সিরিয়ার পর পাকিস্তান তৃতীয় দেশ হিসেবে ইরানি হামলার শিকার হলো পাকিস্তান। দেশটি তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটি প্রতিবাদ দায়ের করেছে। তাতে উল্লেখ করেছে, ‘পাকিস্তানের সার্বভৌমত্বের এই নির্মম লঙ্ঘন এবং এর পরিণতির দায় ইরানের উপরই বর্তাবে।’

Leave A Reply

Your email address will not be published.