পাকিস্তানে ইমরান খানের জামান পার্কের বাসভবনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ইতিমধ্যে ইমরানের বাসভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। এরইমধ্যে এক ভিডিও বার্তায় সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন পাক সাবেক এই প্রধানমন্ত্রী।
টুইটারে পোস্ট করা ভিডিওবার্তায় ইমরান খান বলেছেন, পুলিশ আমায় গ্রেফতার করতে এসেছে। তারা ভাবছে আমি গ্রেফতার হওয়ার পর দেশ ঘুমিয়ে পড়বে। আপনাদের (সমর্থক) এটি ভুল প্রমাণ করতে হবে।
পিটিআই প্রধান আরও বলেছেন, সবাইকে তার বাড়ি থেকে তাদের অধিকার ও হাকিকি আজাদির জন্য বেরিয়ে আসা উচিত। ইমরান খান বলেন, যদি আমার কিছু হয় বা আমাকে জেলে পাঠানো হয় বা আমি হত্যার শিকার হই তাহলে আপনাদের প্রমাণ করতে হবে আপনি ইমরান খানকে ছাড়া সংগ্রাম করবেন। এই চোরদের এবং একজন ব্যক্তির দাসত্ব মেনে নেবেন না যিনি দেশের সিদ্ধান্ত নিচ্ছেন।
এছাড়া পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী দলের সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দেশটির স্থানীয় সময় দুইটার পর সাঁজোয়া গাড়ি নিয়ে ইমরানকে গ্রেফতারে ইসলামাবাদ ও লাহোর পুলিশ তার জামান পার্কের বাসভবনে হাজির হয়। এরপর প্রায় এক ঘণ্টা পর বাসভবনের বাইরে জড়ো হওয়া সমর্থকদের জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে পুলিশ।