The news is by your side.

ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর গোলাবারুদ ডিপোতে ঘটেছে বিস্ফোরণের ঘটনা

0 98

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সামরিক গোলাবারুদ গুদামের মধ্যে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল-আরাবিয়া নিউজ।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তারা।

জাকার্তা শহরের সামরিকপ্রধান মোহাম্মদ হাসান একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে বলেন, জাকার্তার কাছে পশ্চিম জাভাতে একটি সামরিক কমপ্লেক্সের ভেতরে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি ডিপোতে স্থানীয় সময় সন্ধ্য ৬টায় প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তিনি আরও বলেন, ‘সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গুদামে ধোঁয়া দেখা যায় এবং সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।’

সেনা কমান্ডার জানান, স্টোরেজ গুদামের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ কাছাকাছি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও গুদামটিতে এখনো ছোটখাটো বিস্ফোরণ চলতে থাকায় তার কাছাকাছি যাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

বিস্ফোরিত গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। তবে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদের কারণে বিস্ফোরণটি সংঘটিত হতে পারে বলে জানিয়েছেন  সামরিকপ্রধান মোহাম্মদ হাসান।

Leave A Reply

Your email address will not be published.