The news is by your side.

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার ৫৩তম আসরে মনোনীত  “নকশীকাঁথার জমিন”

0 334

জয়া আহসান

আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত যে বিশ্বের অন্যতম ফিল্ম ফেস্টিভ্যাল গুলোর একটি “ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া”(IFFI) র ৫৩তম আসরে বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্ত আকরাম খান পরিচালিত চলচ্চিত্র “নকশীকাঁথার জমিন” (A tale of two sisters) ICFT- UNESCO Gandhi medal পুরস্কারের এর জন্য মনোনীত হয়েছে ৷

আগামী ২৫ নভেম্বরে ভারতের এই বৃহত্তম চলচ্চিত্র আসরের  মূল স্হান গোয়া’তে আনুষ্ঠানিক ভাবে  হবে “নকশীকাঁথার জমিন”এর ওয়ার্ল্ড প্রিমিয়ার৷

১৯৯৪ সাল থেকে শুরু হওয়া এই এ্যাওয়ার্ডের জন্য প্রথমবার বাংলাদেশের পক্ষে আমাদের চলচ্চিত্রটি প্রতিযোগিতার জন্য মনোনয়ন পেয়েছে৷

আমার আনন্দিত হবার বিশেষ কারন আমার অভিনীত “নকশীকাঁথার জমিন” প্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হক এর উপন্যাসিকা অবলম্বনে নির্মিত। এর কেন্দ্রীয় চরিত্রে আছে নারী এবং চলচ্চিত্রটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি৷

“নকশীকাঁথার জমিন” এর সাথে জড়িত আমাদের ইউনিট এবং অন্যান্য সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা৷

 

Leave A Reply

Your email address will not be published.