স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ জয়ের পর ইন্সটাগ্রামে ট্রফি হাতে ছবি পোস্ট করেছিলেন লিওনেল মেসি। ফুটবল জাদুকরের সেই ছবি ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়ার রেকর্ড গড়ে। কিন্তু গোল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মেসির হাতে ধরে রাখা ছবির সেই ট্রফি আসল নয় বরং নকল ছিল।
আন্তর্জাতিক গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মেসি কয়েক মিনিটের জন্য যে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন সেটি মূলত ছিল একটি ‘নকল ট্রফি’। মেসির হাতে থাকা সেই নকল ট্রফিটি তৈরি করেছিলেন আর্জেন্টিনারই একজন সমর্থক পাওলো জুজুলিচ।
সে সময়ের কথা উল্লেখ করে জুজুলিচ বলেন, ‘বিশ্বকাপের আগে যারা ট্রফি তৈরি করে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। নকল এই ট্রফিটি বানাতে আমাদের ছয় মাস লেগেছিল। মাঠে এই ট্রফিটি তিনবার নেয়া হয়, যেখানে দ্বিতীয়বারে প্রায় ৪৫ মিনিট মাঠে ছিল এটি। সে সময় খেলোয়াড়েরা এই ট্রফি হাতে ছবি তোলেন।’
মেসি যখন ট্রফি হাতে উল্লাসে মাতোয়ারা ছিল তখন বিশ্বকাপের আসল ট্রফিটি ছিল ডি মারিয়ার হাতে। এ প্রসঙ্গে ডি মারিয়া বলেন, নিরাপত্তাকর্মীরা আমাকে বলছিল এই ট্রফি কারও হাতে দিও না। তখন আমি তাদের বলি, ওখানে তো আরেকটা ট্রফি দেখা যাচ্ছে। সে সময় তারা আমাকে জানায়, তোমার হাতে যেটা আছে এটাই আসল ট্রফি, আর এজন্যই আমরা তোমার সঙ্গে আছি।