The news is by your side.

ইনস্টাগ্রামে  জেনিফার অ্যানিস্টনের ৪২ মিলিয়ন অনুসারী!

0 119

 

সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় প্লাটফর্ম ইনস্টাগ্রামে ৪২ মিলিয়ন অনুসারী অতিক্রম করেছেন হলিউডের শক্তিমান অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন।

‘ফ্রেন্ডস’ তারকা ২০১৯ সালে ফেসবুকের মালিকানাধীন অ্যাপসটিতে প্রবেশ করেছিলেন। ৪ বছরে ৪২ মিলিয়ন ফলোয়ার অতিক্রম করেছেন। এখন পর্যন্ত ১২৪টি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে ৬৭৪ জনকে অনুসরণ করছেন তিনি যাদের মধ্যে কেটি পেরি, সেলেনা গোমেজ, জাস্টিন বিবারদের মতো তারকারা রয়েছেন।

অন্যান্য তারকাদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে কম সক্রিয় থাকলেও ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেন অভিনেত্রী। এছাড়াও বিভিন্ন স্বাস্থ্য বার্তাও ছড়িয়ে দেন ভক্তদের মাঝে।

ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত শরীরচর্চায় জেনিফারের জুড়ি মেলা ভার। কাজ করছেন স্বাস্থ্য বিষয়ক এনজিওর সাথেও। সম্প্রতি অ্যানিস্টন ‘সিজ দ্য নাইট অ্যান্ড ডে’ প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন। যারা ইনসোমনিয়ায় ভুগছেন তাদের সহায়তায় কাজ করছে এই সংস্থা। মানুষের অনিদ্রা সম্পর্কে শিখতে এবং এই সমস্যা মোকাবেলায় সাহায্য করতে সংগঠনটির সাথে যুক্ত হয়েছেন অভিনেত্রী।

জেনিফারকে সর্বশেষ দেখা গেছে চলচ্চিত্র ‘মার্ডার মিস্ট্রি ২’তে। জেরেমি গারলিক পরিচালিত সিনেমাটিতে অ্যানিস্টনের সঙ্গে আরো অভিনয় করেছেন অ্যাডাম স্যান্ডলার, মার্ক স্ট্রং, আদিল আখতার সহ প্রমুখ।

৩১ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। সামনে অভিনেত্রীকে দেখা যাবে ‘পাম স্প্রিং’ চলচ্চিত্রে। এতে আরো অভিনয় করছেন জুলিয়া রবার্টস। এর আগে ২০১৬ সালে ফিল্ম ‘মাদারস ডে’তে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই অভিনেত্রী। এরপর আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি তাদের। অবশেষে দুই অভিনেত্রীর ভক্তদের আশা পূরণ হতে যাচ্ছে।

 

Leave A Reply

Your email address will not be published.