উয়েফা ইউরো কোয়ালিফাই ম্যাচে দুর্বল প্রতিপক্ষ লিচেনস্টেইনকে ৬-০ ব্যবধানে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে ম্যাচের ১৭ মিনিটে গোলের দরজা উন্মুক্ত করেন স্টেফানো সেনসি। এরপর নিয়মিত বিরতিতে গোল করেন মার্কো ভেরেত্তি, ফ্যাবিও কুয়াগলিরেলা, মইস কিন ও পাভোলেত্তি। এরমধ্যে ফ্যাবিও কুয়াগলিরেলা পেনাল্টি থেকে দুটি গোল করেছেন।
লিচেনস্টেইনের খেলোয়াড়রা পুরো ম্যাচে কোনো ধরনের প্রতিরোধই গড়তে সক্ষম হয়নি।