ইতালির লামপেদোসা দ্বীপে একটি নৌকা ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার উদ্ধারকারীরা এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা বলছেন, তারা নৌকায় তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিলেন। ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।
তারা চারজন আইভরি কোস্ট ও গিনির নাগরিক। নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারনি উদ্ধারকারীরা।
সমুদ্র পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে চলতি বছর এ পর্যন্ত ১ হাজার ৮শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাম্পাডুসা থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স। শহরটি ইউরোপে নিরাপত্তা ও উন্নত জীবন খোঁজা অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় প্রবেশদ্বার।
সাম্প্রতিক মাসগুলোতে ইতালীয় কোস্টগার্ড এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পাডুসায় আগত দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।