The news is by your side.

ইউনূসের আত্মসম্মান নেই বলে বিবৃতি ভিক্ষা করছেন: প্রধানমন্ত্রী

0 147

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউনূসের আত্মসম্মান নেই বলে বিবৃতি ভিক্ষা করছেন। যারা বিবৃতি দিয়েছেন তারা লোক পাঠাক ।আমি আহবান করঠি তারা এসে দেখুক তিনি কি করেছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৪টার দিকে গণভবনে দক্ষিণ আফ্রিকা সফরের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিশ্বনেতাদের বিবৃতির বিষয়ে উষ্মা প্রকাশ করে  শেখ হাসিনা বলেন, এ রকম বহু নোবেল বিজয়ী আছেন, যাদের পরবর্তীতে কারাগারেও যেতে হয়েছে। একজন নোবেল জয়ীর বিষয়ে আপনারা এত উদ্বেগে আছেন। তার অপরাধটা আপনারা দেখেন না। তিনি যে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে ব্যবসা করেছেন সেটি উনি করতে পারেন কিনা সেটি বিবেচনা করবেন না?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেন, ব্রিকসের সদস্য পদ পাওয়া নিয়ে বাংলাদেশের কোনো চিন্তা ছিল না । এ কারণে সদস্য হওয়ার চেষ্টাও করিনি।

তিনি বলেন, চাইলে (ব্রিকসের সদস্য পদ) পাবো না, বিষয়টি তেমন নয়। আমরা কাউকে বলিনি, আমাদের সদস্য করো। সবকিছুর একটা নিয়ম আছে। আমরা তো সদস্য পদ ভিক্ষা চাইনি। ভিক্ষা চেয়ে পাওয়ার ওই প্রবণতা বিএনপির আমলে ছিল।

সরকারপ্রধান বলেন, বিএনপির আমল আর এখনকার বাংলাদেশ এক নয়। বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। সেটা আপনাদের মনে রাখতে হবে। বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, এটা ঠিক নয়।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে শেষে রোববার তিনি দেশে ফিরেছেন।

Leave A Reply

Your email address will not be published.