The news is by your side.

ইউক্রেন সফরে স্পেনের প্রধানমন্ত্রী

0 112

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বৃহস্পতিবার কিয়েভে পৌঁছান।

রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তির আগেরদিন তিনি এই ঝটিকা সফরে গেলেন। খবর- সিএনএন।

পেদ্রো সানচেজের কার্যালয় জানিয়েছে, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। তিনি বৃহস্পতিবার ইউক্রেনের সংসদে ভাষণও দেবেন।

পরে জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলবেন তিনি ।

কিয়েভের কাছের দুটি শহর বুচা ও ইরপিন পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার। এছাড়া তিনি একটি যুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এর আগে গত সোমবার হঠাৎ ইউক্রেন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিয়েভে পৌঁছে তিনি ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র সরবরাহের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন।

শুক্রবার  ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকী। এদিন দক্ষিণ আফ্রিকায় চীনের সঙ্গে সামরিক মহড়া শুরু করবে রাশিয়া। এ জন্য ইতোমধ্যে হাইপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত একটি দ্রুতগামী রণতরী পাঠিয়েছে দেশটি।

সম্প্রতি পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরস্পরের দিকে ছুঁড়ে দেওয়া বিভিন্ন বক্তব্য বিশ্বব্যাপী উত্তেজনা ছড়িয়েছে।

 

 

 

 

 

 

 

80%
Awesome
  • Design

Leave A Reply

Your email address will not be published.