The news is by your side.

ইউক্রেন যুদ্ধ: পুতিনের প্রতি বাশার আল- আসাদের প্রকাশ্য সমর্থন

0 129

 

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থনের কথা পুনরায় তুলে ধরেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

বুধবার মস্কো সফরে তিনি এই সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত ওই বৈঠকে আসাদ বলেন, ইউক্রেনে নতুন নাৎসি এবং পুরাতন নাৎসিদের বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া। আসাদের আলোচনার রুশ অনুবাদে এমনটাই উল্লেখ করা হয়েছে।

সিরিয়ার নেতা বলেন, পশ্চিমারা ‘পুরাতন নাৎসিদের’ পতন ঘটিয়েছে এবং এখন তাদেরই সমর্থন করছে।

আসাদ আরও বলেন, দুই নেতা সিরিয়ার অর্থনীতির বিষয়ে আলোচনা করেন।

পরে রুশ কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসেন সিরিয়ার কর্মকর্তারা। তারা সিরিয়ার অর্থনীতির উন্নয়নে আরও রুশ বিনিয়োগ পাওয়ার আশা করছেন।

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। তখন থেকেই আসাদ সরকারকে সামরিক সহায়তা দিয়ে এসেছে রাশিয়া।

Leave A Reply

Your email address will not be published.