The news is by your side.

ইউক্রেন: ভারত-সহ পাঁচ দেশের রাষ্ট্রদূতকে বরখাস্ত

0 343

 

 

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালীন বড় পদক্ষেপ । ভারত-সহ পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে কি কারণে তাঁদের বরখাস্ত করা হল তার কোনও কারণ জানা যায়নি ।

ভারত ছাড়াও প্রেসিডেন্ট জেলেনস্কি বরখাস্ত করেছেন জামার্নি, চেক রিপাবলিক, নরওয়ে এবং হাঙ্গেরির রাষ্ট্রদূতকেও। তাঁদের অন্য কোনও পদে বহাল করা হবে কি না তা নিয়েও কোনও বার্তা নেই প্রেসিডেন্টের জারি করা নির্দেশে।

২৪ ফেব্রয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি তাঁর কূটনীতিকদের বিদেশি সাহায্য আনার জন্য আবেদন জানিয়ে আসছেন। মনে করা হচ্ছে, সেই সাহায্য আনতে যাঁরা সে ভাব সফল হননি, তাঁদের ক্ষেত্রেই এই পদক্ষেপ করা হল।

যুদ্ধের বিরুদ্ধে সবর হলেও ভারত রাশিয়ার সঙ্গে এখনও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। অন্য দিকে, জার্মানিও জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। সেই সম্পর্কে এখনও অটুট রেখেই চলেছে তারাও। একে কূটনৈতিক ব্যর্থতাই বলে মনে করছেন জেলেনস্কি। সে কারণেই সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হল বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞেরা।

Leave A Reply

Your email address will not be published.