The news is by your side.

ইউক্রেনে সাড়ে ৮ হাজার বেসামরিক নিহত : জাতিসংঘ

0 123

ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত সাড়ে ৮ হাজার বেসামরিক মানুষ মারা গেছেন বলে দাবি করেছে জাতিসংঘ। নিহতের বেশিরভাগই ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের। তাদের মধ্যে দোনেৎস্ক ও লুহানস্কের ৩ হাজার ৯২৭ জন মারা যাওয়ার তথ্য রয়েছে।

জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৯ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৪৯০ জন নিহত এবং ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছেন বলে তাদের কাছে হিসাব রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওএইচসিএইচআর বিশ্বাস করে যে, এই সংখ্যা বিবেচনামূলকভাবে বেশি হতে পারে। কেননা তীব্র সংঘাত চলায় কিছু স্থান থেকে তথ্য আসতে দেরি হয়েছে এবং কিছু তথ্য এখনও স্থগিত রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.