The news is by your side.

ইউক্রেনে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত চীনা কনস্যুলেট, নিহত ৩

0 102

 

এবার রাশিয়ার সামরিক বাহিনীর চালানো হামলায় ইউক্রেনে চীনের এক কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া রুশ বাহিনীর পৃথক হামলায় দেশটিতে আরও তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ইউক্রেনে বিভিন্ন জায়গায় রুশ বাহিনী এ হামলা চালায়। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইউক্রেনের বন্দর শহরগুলোতে টানা তৃতীয় রাতের বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত তিনজন নিহত এবং একটি চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার কৃষ্ণসাগরের তীরবর্তী বন্দর শহর ওদেসার চীনা কনস্যুলেটে অন্তত একটি ভাঙা জানালা দেখা যাচ্ছে— এমন একটি ছবি পোস্ট করেছেন। তবে চীনা ওই কনস্যুলেটে অন্য কোনো ক্ষতির চিহ্ন নেই। বস্তুত ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার পক্ষে অবস্থান করছে চীন।

ওলেহ কিপার কনস্যুলেট ভবনের একটি ভাঙা জানালার ছবি প্রকাশ করে বলেন, ওডেসায় হামলায় একজন প্রহরীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮ জন।

তবে রুশ হামলায় ইউক্রেনে চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রুশ-মিত্র বেইজিং।

এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি রাশিয়ার মিত্র চীন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক দিন আগে বলেছিলেন, চীনে পাঠানোর জন্য নির্ধারিত ৬০ হাজার টন কৃষি পণ্য অপর একটি বন্দর নগরীতে রুশ হামলায় ধ্বংস হয়েছে। তার এই মন্তব্যের এক দিন পর এই হামলা চালালো রাশিয়া।

এদিকে মাইকোলাইভ শহরে রুশ হামলায় ১৯ জন গুরুতর আহত হয়েছেন এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভিতালি কিম। শহরটির মেয়র ওলেক্সান্ডার সেঙ্কেভিচ বলেছেন, হামলায় এক দম্পতি নিহত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.