ইউক্রেনে হামলার ১৫ মাসের মাথায় নতুন পরমাণু কর্মসূচি ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সোমবার জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশ মেনে আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় অ-কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের মহড়া চালানো হচ্ছে।
গত বছর আমেরিকার সঙ্গে কৌশলগত পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পুতিন। তার পরেই আমেরিকার তরফে মস্কোর বিরুদ্ধে নতুন করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়।
পশ্চিমি দুনিয়া আশঙ্কা প্রকাশ করেছিল, ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিতেই রুশ প্রেসিডেন্টের এই পদক্ষেপ। তাৎপর্যপূর্ণ ভাবে ‘নিউ স্টার্ট’ চুক্তি বাতিলের ঘোষণার পরেই পরমাণু অস্ত্রসম্ভার বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন পুতিন।