The news is by your side.

ইউক্রেনে জার্মান দূতাবাসে রাশিয়ার মিসাইল হামলা

0 143

 

 

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, আজ সকালে অন্তত ৭৫ টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। তবে ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে নতুন করে বলা হয়েছে, রাশিয়া মোটে ৮৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনারা যেসব মিসাইল ছুড়েছে তার মধ্যে একটি গিয়ে পড়েছে জার্মান দূতাবাসেও।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দূতাবাসে মিসাইল পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে টুইটে টারাস নামে ওই ব্যাক্তি প্রথমে জানান, রাশিয়ার মিসাইল আঘাত করেছে দুটি জাদুঘরে, একটি পথচারী ব্রিজে এবং একটি অফিসে।

তার সেই টুইটের জবাবে ইন্টেলসিৎজো নামে একজন লিখেন, ওই অফিসে জার্মান দূতাবাস ছিল। এসব হামলা দূতাবাসের কর্মকর্তাদের জীবনকে হুমকিতে ফেলেছিল। হয়তবা কেউ আহত বা নিহত হয়েছে।

টারাস বলেন, রাশিয়ার মিসাইল যে অফিসে আঘাত হেনেছে সেখানে জার্মান দূতাবাসও ছিল। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে এটির কার্যক্রম চলছে না, তাছাড়া পথচারী সেতুর কাছে ইউরোপীয় ইউনিয়নের কোনো কার্যক্রম চলছে না। এখানে কোনো কর্মকর্তা নেই।

এক ভিডিও বার্তায় পুতিন বলেছেন, দূর পাল্লার ক্ষেপণাস্ত্র জ্বালানি, সামরিক ও যোগাযোগ স্থাপনায় আঘাত হেনেছে। একইসঙ্গে তিনি হুঙ্কার দিয়ে অঙ্গীকার করেছেন রুশ ভূখণ্ডে পরবর্তীতে যেকোনো সন্ত্রাসী হামলার জবাব হবে কঠোর।

 

 

Leave A Reply

Your email address will not be published.