The news is by your side.

ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

0 101

ইউক্রেনের পূর্বাঞ্চলে ডিনিপ্রো শহরের একটি হাসপাতালে বৃহস্পতিবার রাতে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। শিশুসহ আহত হয়েছে ১৫ জন। ইউক্রেনের কর্মকর্তারা শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওই হাসপাতালে থাকা অন্যদের উদ্ধারে কাজ চলছে। এ তৎপরতায় প্রয়োজনীয় সব দপ্তরই যুক্ত রয়েছে।

এর আগে আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক শহরটিতে রকেট ও ড্রোন হামলার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, এটি ছিল দুঃসহ একটি রাত। তীব্র আওয়াজে শত্রুপক্ষ মিসাইল ও ড্রোনের সাহায্যে এই অঞ্চলে ব্যাপক আক্রমণ শুরু করে। হামলায় তিন ও ছয় বছর বয়সী দু’জন শিশু আহত হওয়ার তথ্য তিনি নিশ্চিত করেন।

দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি ক্ষতিগ্রস্ত ক্লিনিকের ভবনের একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে ভবনটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাচ্ছেন।

এদিকে ইউক্রেন জানিয়েছে, রাতে তারা রাশিয়া থেকে ছোঁড়া ১৭টি মিসাইল ও ৩১টি ড্রোন ভূপাতিত করেছে।

এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ডিনিপ্রো ও খারকিভ শহরে আঘাত হানে। এর মধ্যে একটি তেল ডিপোতে আঘাত করে।

Leave A Reply

Your email address will not be published.