ইউক্রেনের বড় ধরনের হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। হামলা প্রতিহতের পাশাপাশি ইউক্রেনের আড়াইশ’ সৈন্য হত্যারও দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবি নিরপেক্ষ সূত্রে থেকে যাচাই করতে পারেনি বিবিসি। এ ছাড়া এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, স্থানীয় সময় রোববার ছয়টি মেকানাইজড ও দুইটি ট্যাঙ্ক ব্যাটালিয়ন নিয়ে দোনেস্ক অঞ্চলে বড় ধরনের হামলা চালায় ইউক্রেন।
ইউক্রেন গত কয়েকমাস ধরেই তাদের দখল হয়ে যাওয়া এলাকাগুলো উদ্ধারে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর পরিকল্পনার কথা জানিয়ে আসছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যে হামলার কথা বলছে তার মধ্য দিয়ে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হলো কিনা সে বিষয়ে অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বার্তায় জানায়, ‘৪ জুন সকালে শত্রুরা দক্ষিণ দোনেস্কের পাঁচটি সেক্টর লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায়।’
বার্তায় আরও বলা হয়, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা ভাঙতে চেয়েছিল। তবে শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। তারা কোনো ধরনের সফলতা পায়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই হামলা চালাতে গিয়ে ইউক্রেন আড়াইশ’ সৈন্য ও ১৬টি ট্যাঙ্ক হারিয়েছে।