The news is by your side.

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে রাশিয়ার রকেট হামলা, নিহত ৩

0 116

 

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরের এক আপার্টমেন্ট ভবনে রকেট হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

স্থানীয় মেয়রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, এতে আরও আটজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। আশংকা করা হচ্ছে, ধ্বংসাবশেষের নিচে আরো অনেকে আটকা পড়ে আছে।

আঞ্চলিক প্রধান মাকসিক কজিতস্কি বলেন, শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হামলার শিকার হয়েছে। তবে তিনি এ নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি।  অন্যদিকে, রাশিয়ান বাহিনীও তাদের এ হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি।

সাদোভির পোস্ট করা ভিডিওতে, হামলায় ভবনের ভাংগা জানালা দেখা যাচ্ছে। ভবনের চতুর্থ তলায় এটি হয়েছে বলে মনে হচ্ছে। এছাড়া ভিডিও ফুটেজে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসাবশেষ দেখা গেছে।

শহরের মেয়র শর্ট ভিডিওতে বলেছেন, ৫০ টির বেশি আপার্টমেন্ট ক্ষতি হয়েছে। সেইসঙ্গে ৫০টি গাড়ি ধ্বংস হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.