ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, প্রাথমিক তথ্যানুযায়ী ১৫৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে রাশিয়া সারাদেশে ব্যাপক হামলা চালিয়েছে।
দেশটির বিমান বাহিনী বলেছে, একসঙ্গে এতগুলো লক্ষ্যবস্তুতে হামলা এর আগে কখনো তারা দেখেনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তার অস্ত্রাগারের প্রায় সব ধরনের অস্ত্র ব্যবহার করেছে।
তিনি বলেন, বাড়িঘর ও প্রসূতি হাসপাতালে আঘাত করেছে রাশিয়া। রাজধানী কিয়েভ, পশ্চিমে লভিভ, দক্ষিণে ওডেসা ও জাপোরিঝিয়া এবং পূর্বে ডিনিপ্রো ও খারকিভসহ ইউক্রেনজুড়ে হামলা চালানো হয়েছে।